ঢাকা, ৪ জুন ২০২৫: রাজধানীর সূত্রাপুর থেকে ২,৪০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. আবু তাহের (৫৫) এবং মো. আলম (৩২)।
ডিবি সূত্র জানায়, বুধবার সকাল আনুমানিক ৮টা ২৫ মিনিটে জনসন রোড এলাকায় ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট হাসপাতালের সামনে অভিযান চালিয়ে এই দুইজনকে আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে মোট ২,৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা।
ডিবি-গুলশান বিভাগের মাদক নিয়ন্ত্রণ ও অবৈধ অস্ত্র উদ্ধার টিমের পক্ষ থেকে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে যে ওই এলাকায় দুই ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এরপরই সেখানে অভিযান পরিচালনা করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত এবং উদ্ধারকৃত ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে সঙ্গে রেখেছিল।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সূত্রাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ চলছে।