রাজধানীর সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট নিরসনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ অভিযান চালিয়েছে। সড়ক পরিবহন আইন লঙ্ঘন, অবৈধ পার্কিং এবং রাস্তায় ফেলে রাখা মালামাল উচ্ছেদে মঙ্গলবার (৩ জুন ২০২৫ খ্রি.) বংশাল মোড়, তাঁতীবাজার ও সদরঘাট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলে। এই অভিযানে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে সাতটি মামলায় পাঁচজনকে কারাদণ্ড ও দুইজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া, একই অপরাধে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে রাস্তায় অবৈধভাবে মালামাল রাখার অভিযোগে পাঁচজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দুইটি মামলায় দুইজনকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। কিছু ব্যক্তি অবৈধ মালামাল রেখে পালিয়ে গেলে ম্যাজিস্ট্রেটের নির্দেশে সেসব মালামাল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত ছয়জনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ডিএমপি জানিয়েছে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, নগরবাসীর স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করা এবং যানবাহন চলাচলে সৃষ্ট বিঘ্ন দূর করার লক্ষ্যে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।