ঢাকা, ৩ জুন ২০২৫ (মঙ্গলবার): দেশে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন অব্যাহত রেখেছে।
গত ১ জুন ভোরে হাজারীবাগের কোরবানির পশুর হাট এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ টিম অভিযান চালিয়ে চাঁদাবাজি, জোরপূর্বক গরু ব্যবসায়ীদের ট্রাকের গন্তব্য পরিবর্তনের চেষ্টা সহ একাধিক অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে।
এছাড়া, আজ ভোরে হাজারীবাগের বাড্ডা নগরী এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ বাংলা মদ উৎপাদনকারী গোপন কারখানা শনাক্ত ও বন্ধ করা হয়। উদ্ধার করা হয় ৭৯৫ লিটার বাংলা মদ, বিভিন্ন রাসায়নিক পদার্থ এবং ৭টি ধারালো দেশীয় অস্ত্র। গ্রেফতারকৃত ব্যক্তিদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জনস্বার্থে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।