সিলেটে ট্রাকভর্তি ভারতীয় পণ্যসহ তিন চোরাকারবারি গ্রেফতার

সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এক সফল অভিযানে ১৫ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি পিস ও শ্যাম্পুসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে।

২০২৫ সালের ২ জুন, সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে শাহপরাণ (রহঃ) থানাধীন দাসপাড়া বাজারস্থ মেসার্স কামাল এন্ড কোম্পানি-২ দোকানের সামনে পাকা রাস্তায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। অভিযানে একটি হলুদ রঙের টাটা ট্রাক (রেজি: ঢাকা মেট্রো-ন-১৯-৪৪২১) থেকে উল্লেখিত ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। ট্রাকটির আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় ২০ লাখ টাকা।

উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি, থ্রি পিস এবং শ্যাম্পু, যার মোট বাজারমূল্য আনুমানিক ১৫,২৮,৩৮০ টাকা। এসব পণ্য জব্দ তালিকার মাধ্যমে আটক করা হয়েছে।

অভিযানে গ্রেফতার তিনজন হলেন:

  1. সায়মন আহমদ (২২), পিতা- লুদাই মিয়া, লামা শ্যামপুর, জৈন্তাপুর, সিলেট।
  2. জাহাঙ্গীর আলম (২৮), ট্রাকচালক, পিতা- মো. আবু তাহের, পাবনার আমিনপুর উপজেলার টাকিগড়া গ্রাম, বর্তমান ঠিকানা – কামরাঙ্গীরচর, ঢাকা।
  3. মো. গাউছ মিয়া (৪০), হেলপার, পিতা- মৃত আব্দুল মালেক বেপারী, মেঘনা, কুমিল্লা; বর্তমান ঠিকানা – শান্তিবাগ, শাহজাহানপুর, ঢাকা।

অভিযান শেষে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তারা।

এই অভিযান সিলেটে অবৈধ ভারতীয় পণ্য প্রবেশ ও চোরাচালান বন্ধে গোয়েন্দা পুলিশের নজরদারি ও সক্রিয় ভূমিকার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *