সেন্টমার্টিন, কক্সবাজার — দেশের প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী সেন্টমার্টিন দ্বীপে দিনব্যাপী একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে। এই উদ্যোগের মাধ্যমে শত শত দরিদ্র ও অসহায় মানুষ চিকিৎসা ও ওষুধ সহায়তা পেয়েছেন।
এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল এর তত্ত্বাবধানে থাকা বানৌজা প্রত্যয় এবং ফরোয়ার্ড বেইজ সেন্টমার্টিন। নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল সকাল থেকে দিনব্যাপী সেবায় নিয়োজিত ছিলেন।
ক্যাম্পে সেন্টমার্টিনের বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ৫০০ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক দল বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের আন্তরিকভাবে চিকিৎসা প্রদান করেন।
বাংলাদেশ নৌবাহিনী দেশের দুর্গম ও প্রান্তিক এলাকায় চিকিৎসা সেবার সুযোগ পৌঁছে দিতে প্রতিনিয়ত মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে।