ডিবির অভিযানে আওয়ামী লীগের ৬ নেতা গ্রেফতার

রাজধানীতে পৃথক অভিযানে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদসহ দলটির ছয় নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ডিবি সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা বিনষ্ট ও রাজধানীর বিভিন্ন এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে ঝটিকা মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টায় জড়িত ছিলেন বলে গোয়েন্দাদের দাবি।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন:
১. গলাচিপা উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ওয়ানা মারজিয়া নিতু (৪৬)
২. বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আব্দুস সালাম (৫৭)
৩. চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ (৭০)
৪. দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. নাসির আহমেদ (৬০)
৫. লালবাগ থানা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মো. নুরুল হক (৬২)
৬. মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প বাজার ইউনিট আওয়ামী লীগের সেক্রেটারি মো. সাঈদ ওরফে মাছুয়া সাঈদ (৫৪)

ডিবির মতে, ১ জুন (রোববার) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পর্যায়ক্রমে তাদের গ্রেফতার করা হয়।

  • পল্লবী এলাকা থেকে গ্রেফতার করা হয় নাসির আহমেদকে
  • লালবাগ থেকে মো. নুরুল হককে
  • ওয়ারী এলাকা থেকে মাছুয়া সাঈদকে
  • শান্তিনগর এলাকা থেকে সোমবার সকালে গ্রেফতার করা হয় নাছির উদ্দিন আহমেদকে
  • রাতেই উত্তরা থেকে আব্দুস সালাম এবং
  • পীরেরবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয় ওয়ানা মারজিয়াকে

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ডিবি। পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, কেউ যেন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে আইনশৃঙ্খলা ভঙ্গের মতো অপরাধে না জড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *