ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষকে ভারত থেকে ফেরার পর চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। শনিবার (৩১ মে) বিকেলে স্ত্রী-সন্তানসহ দেশে ফিরলে ইমিগ্রেশনে তাকে থামানো হয়।
পুলিশ জানায়, তিনি জামিনে থাকলেও কালো তালিকায় থাকার কারণে আটক করা হয়েছে। পরে তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়।
বিকাশ কুমার একাধিক মামলার আসামি এবং আলোচিত নেতা সাইদুল করিম মিন্টুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তরুণ বয়সেই তিনি ঝিনাইদহ জজ কোর্টের জিপি হন এবং বর্তমানে জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।