রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাস ও মাদকবিরোধী বিশেষ অভিযানে কিশোর গ্যাং ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত দুইজন চিহ্নিত অপরাধীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গ্রেফতারকৃতদের নাম— মো. নাসির খান জনি (২৫) ও মো. রিপন মিয়া (২৪)। তারা দীর্ঘদিন ধরে ‘জনি-রবিন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাং ও ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছিল।
শনিবার, ৩১ মে ২০২৫ খ্রিষ্টাব্দে মোহাম্মদপুরের জহুরি মহল্লা ও বাবর রোড এলাকায় অভিযান চালিয়ে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি দল তাদের আটক করে।
সিটিটিসি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুই আসামিকে গ্রেফতার করা হয়। তারা কিশোর গ্যাং পরিচালনার পাশাপাশি ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে সরাসরি জড়িত ছিল।
বিশেষভাবে উল্লেখযোগ্য, নাসির খান জনি মোহাম্মদপুর ও আদাবর থানায় একাধিক মামলার চার্জশিটভুক্ত ও এজাহারনামীয় আসামি।
গ্রেফতারকৃতদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।