নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ঝড়ো বাতাস ও প্রবল ঢেউয়ের কারণে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। এতে মোট ৩৯ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর এখন পর্যন্ত ১৯ জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে ২ জন পুলিশ সদস্যও আছেন।
ঘটনাটি ঘটেছে শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে, হাতিয়া উপজেলার করিমবাজার সংলগ্ন ডুবারচরের নদী এলাকায়।
জানা গেছে, দুপুর ২টার দিকে ভাসানচর থেকে একটি ট্রলার হরণী ইউনিয়নের আলী বাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। ট্রলারটিতে ৪ জন পুলিশ সদস্য, একজন রোহিঙ্গা রোগী, আনসার সদস্য এবং বিভিন্ন এনজিও সংস্থার কর্মীসহ মোট ৩৯ জন যাত্রী ছিলেন। পথিমধ্যে ভাসানচর থেকে প্রায় ৭-৮ কিলোমিটার দূরে গিয়ে ট্রলারটি বৈরী আবহাওয়া ও উঁচু ঢেউয়ের কবলে পড়ে এবং ডুবে যায়।
ভাসানচর থানার ওসি মো. কুতুব উদ্দিন এবং হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
এ কে এম আজমল হুদা জানান, ট্রলারটির যাত্রীদের মধ্যে ১৯ থেকে ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড ও নৌবাহিনীর অভিযান চলছে।
এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে নিখোঁজদের সন্ধানে।