কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বর্ষীয়ান রাজনীতিবিদ কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৩১ মে) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার প্রথম নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ১০টায় ঢাকা নিউ ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে। এরপর দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, বাদ আসর লাকসাম সরকারি পাইলট হাইস্কুল মাঠে, বাদ মাগরিব মনোহরগঞ্জ স্কুল ও কলেজ মাঠে এবং সর্বশেষ বাদ এশা গ্রামের বাড়ি শরীফপুরে জানাজা অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন। অনেকেই আবেগময় স্মৃতি ও নেতার অবদান তুলে ধরছেন, যা প্রমাণ করে তিনি মানুষের হৃদয়ে কতটা স্থান করে নিয়েছিলেন।