সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জনপ্রিয় পর্যটন স্পট টাঙ্গুয়ার হাওরে এক হাউজবোটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ মে) রাত ৮টার দিকে ট্যাকেরঘাটের নিলাদ্রী লেকের পাড়ে অবস্থানরত রাহবার লাক্সারি হাউজবোটে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনায় কেউ হতাহত না হলেও বোটটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে বলে নিশ্চিত করেছেন ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর আবির দাস। তিনি জানান, জেনারেটর সিস্টেম থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, “পুলিশ ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। হাউজবোটটিতে মোট ১২ জন যাত্রী ছিলেন। বিস্তারিত জানতে বোট মালিক বা চালকের সঙ্গে কথা বলার অপেক্ষা করছি।”
স্থানীয়দের বরাতে জানা গেছে, লেকের পাড় থেকে একটু দূরে রাখা বোটে হঠাৎ আগুন দেখতে পান তারা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে, এবং বোটটি পুরোপুরি দগ্ধ হয়ে যায়।
হাউজবোট অনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আতাউর ইসতি জানান, রাহবার লাক্সারি হাউজবোটটি তাদের রেজিস্ট্রেশনভুক্ত নয়। এটি বাইরের এলাকা থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন বলেন, “ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তবে সর্বোচ্চ চেষ্টা চলছে।”
স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করার আশ্বাস দেওয়া হয়েছে।