কুড়িগ্রামের রৌমারী সীমান্তে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকালে সীমান্ত এলাকায় একটি ড্রোন উড়তে দেখা যায়, যা চালিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির বড়াইবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার আঞ্জু মিয়া।
এর আগেও একই দিনে ভোরে বড়াইবাড়ী সীমান্তে পুশইন ঘটনার সময় বিএসএফ সদস্যরা ৪ রাউন্ড গুলি চালায়। ঘটনাটি রৌমারী সদর ইউনিয়নের ১০৬৭ নম্বর মেইন পিলারের কাছে ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ভারতের আসাম রাজ্যের কাকরিপাড়া বিএসএফ ক্যাম্প থেকে ১৪ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশইন করা হয়। পরে বিজিবি তাদের শূন্যরেখায় নিয়ে গেলে বিএসএফ গালিগালাজ করে এবং গুলি চালায়।
ঘটনার পরপরই বিজিবি সদস্যরা শূন্যরেখায় অবস্থান নেয়। খবর পেয়ে আশপাশের গ্রামের বাসিন্দারাও সেখানে জড়ো হন এবং সতর্ক অবস্থান গ্রহণ করেন।