সোমবার (২৬ মে) এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১,০০৯ জনে পৌঁছেছে। রাজধানী দিল্লিতে অন্তত ১০৪ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে ৯৯ জনই গত সপ্তাহে সংক্রমিত হয়েছেন।
সর্বোচ্চ আক্রান্তের তালিকায় কেরালা রাজ্য শীর্ষে রয়েছে, সেখানে ৪৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে মহারাষ্ট্র, যেখানে আক্রান্তের সংখ্যা ২০৯ জন। তৃতীয় স্থানে থাকা দিল্লির পর গুজরাটে ৮৩ জন, কর্ণাটকে ৪৭ জন, উত্তরপ্রদেশে ১৫ জন এবং পশ্চিমবঙ্গে ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
মৃত্যুর দিক থেকেও করোনা কিছুটা উদ্বেগজনক রূপ নিচ্ছে। মহারাষ্ট্রে চারজন, কেরালায় দুজন এবং কর্ণাটকে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
তবে আন্দামান ও নিকোবর, অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীর থেকে এখন পর্যন্ত নতুন কোনো সংক্রমণের তথ্য পাওয়া যায়নি।
২০২০ সালের মহামারির ভয়াবহতার পর নতুন করে আবার করোনা সংক্রমণের এমন উত্থান ভারতে উদ্বেগের সৃষ্টি করেছে।