আব্দুর রহমান সাদিপ, স্ট্যাফ রিপোর্টার, দেশিবার্তা।

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই ঝড়ো ব্যাটিং, ছক্কা-চারের বৃষ্টি। তবে এই ফরম্যাটে ব্যাটসম্যানদের জন্য সবচেয়ে বিব্রতকর মুহূর্ত হলো “ডাক” — অর্থাৎ রান না করেই আউট হয়ে যাওয়া। সম্প্রতি Cricfrenzy প্রকাশ করেছে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে কে সবচেয়ে বেশি ডাক খেয়েছেন, আর এই তালিকার শীর্ষে আছেন দেশের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার শাকিব আল হাসান।
টি-টোয়েন্টি ক্রিকেটে (আন্তর্জাতিক + ঘরোয়া) বাংলাদেশি ব্যাটসম্যানদের সর্বোচ্চ ডাক:
১. শাকিব আল হাসান – ৩২ বার
২. সৌম্য সরকার – ৩১ বার
৩. ইমরুল কায়েস – ২২ বার
৪. তামিম ইকবাল – ২০ বার
৫. মুশফিকুর রহিম – ১৯ বার
এই তালিকা শুধুই সংখ্যা নয়, বরং আমাদের ক্রিকেটারদের ধারাবাহিকতা ও মানসিক দৃঢ়তার প্রতিচ্ছবি। অনেকেই দীর্ঘদিন ধরে জাতীয় দলের মূল ভরসা হয়ে থাকলেও টি-টোয়েন্টির চাপ এবং দ্রুত রান তোলার চেষ্টায় বারবার ব্যর্থ হয়েছেন।