বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলার এক নম্বর আসামি ও ফরিদপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে গ্রেফতার করেছে সিটিটিসি। রোববার (২৫ মে ২০২৫) রাত প্রায় ৯টা ৩০ মিনিটে রাজধানীর ডেমরার মাতুয়াইল এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিএমপির কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ এই অভিযান পরিচালনা করে।
জানা গেছে, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। মামলায় উল্লেখ করা হয়, ১৯ জুলাই ২০২৪ তারিখে মিরপুর-১০ ফলপট্টি এলাকায় অনুষ্ঠিত বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যরা। এতে হৃদয় নামে এক আন্দোলনকারী গুরুতর আহত হন।
ঘটনার ভিডিও ফুটেজ, গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তির সহায়তায় ইমরান হোসেনের সংশ্লিষ্টতা নিশ্চিত হয় এবং তাকে আটক করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।