বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের দুর্নীতির মামলায় দায়ের করা আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায়ের জন্য আগামী বুধবার দিন নির্ধারণ করেছেন বিচারপতি মো. খসরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্টের একক বেঞ্চ।
সোমবার (২৭ মে) আপিলের শুনানিতে জোবাইদা রহমানের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী এস এম শাহজাহান, ব্যারিস্টার কায়সার কামাল ও জাকির হোসেন ভুইয়া। রাষ্ট্রপক্ষ এবং দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান।
এর আগে, ১৩ মে হাইকোর্ট ৫৮৭ দিনের বিলম্বে আপিল দায়েরের জন্য জোবাইদার করা সময় মাফের আবেদন মঞ্জুর করেন। পরদিন তিনি আপিল দায়ের করেন এবং একই সঙ্গে জামিনও পান। এরপর ২২ মে এবং ২৭ মে মামলার শুনানি সম্পন্ন হয়।
২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জোবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে ঢাকার কাফরুল থানায় অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় ২০২৩ সালের ২ আগস্ট জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত তারেক রহমানকে ৯ বছর এবং জোবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেন।
তবে, ২০২3 সালের ২ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রণালয় জোবাইদা রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করে। দীর্ঘ প্রবাসজীবন শেষে তিনি ২০২৪ সালের ৬ মে দেশে ফেরেন এবং খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।