হাজীগঞ্জে বল তুলতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে প্রাণগেলো ১০ বছরের শিশু।

আব্দুর রহমান সাদিপ ,চাঁদপুর প্রতিনিধি, দেশীবার্তা, ২৫মে২০২৫ , রবিবার।

হাজীগঞ্জে বল তুলতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে প্রাণগেলো ১০ বছরের শিশু।
হাজীগঞ্জে বল তুলতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে প্রাণগেলো ১০ বছরের শিশু।

চাঁদপুরের হাজীগঞ্জে অসাবধানতাবশত মাদ্রাসার ছাদের টিনে হাত দেওয়ায় বিদ্যুৎস্পর্শে সাইফ বিন আনোয়ার (১০) নামে এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (২৫ মে) বিকেলের দিকে হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফ পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের কাশারি বাড়ির আনোয়ার লিটনের ছেলে এবং আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
জানা যায়, বিকেলে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে ফুটবলটি মাদ্রাসার টিনশেড ভবনের ছাদে উঠে যায়। সাইফ বলটি নামাতে গেলে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, মাদ্রাসার ভবনে বিদ্যুৎ সংযোগ দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। কোনও রকম নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই চালানো হচ্ছিল বিদ্যুৎ লাইন, যা এ দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, “ঘটনার বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *