বিএনপি নেতা ইশরাক হোসেন জানিয়েছেন, তিনি এখনো হাইকোর্টে মেয়র হিসেবে শপথ গ্রহণ সংক্রান্ত কোনো রিট দায়ের করেননি। রোববার (২৫ মে) বিকেলে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে প্রতিক্রিয়ায় পাঠানো এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।
ইশরাক বলেন, “স্থানীয় সরকার মন্ত্রণালয় এখন পর্যন্ত ‘সিটি করপোরেশন আইন’ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আমাকে শপথ পড়ানোর কোনো উদ্যোগ নেয়নি। ফলে রিট দায়েরের বিষয়টি নিয়ে আমরা আলোচনায় আছি। তবে এখন পর্যন্ত চূড়ান্তভাবে রিট করা হয়নি। শুধু আদালতের প্রস্তুতির অংশ হিসেবে একটি সাধারণ এন্ট্রি করা হয়েছে, যেটি রিট নয়।”
এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে ‘ইশরাক হোসেন শপথ চেয়ে হাইকোর্টে রিট করেছেন’ শিরোনামে খবর প্রকাশিত হয়, যার প্রেক্ষিতে এই বিবৃতি দেন তিনি।
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। ফলাফলের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন আদালতে মামলা করেন। এরপর চলতি বছরের ২৭ মার্চ নির্বাচন ট্রাইব্যুনাল ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করে রায় দেন। নির্বাচন কমিশন ২৭ এপ্রিল সেই রায়ের ভিত্তিতে গেজেট প্রকাশ করে।
তবে ১৪ মে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ একটি রিট করে শপথ রোধের দাবি জানান। সেই রিট ২২ মে হাইকোর্ট খারিজ করে দেয়। এরপর রোববার (২৫ মে) হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়, যা আপিল বিভাগের চেম্বার জজ আদালতে শুনানির জন্য উপস্থাপন করা হয়েছে।