আরব সাগরে কেরালা উপকূলের কাছে বিপজ্জনক কার্গো জাহাজ কাত হয়ে ভেসে আছে

ভারতের কেরালার উপকূলের কাছে আরব সাগরে একটি বিপজ্জনক পণ্যবাহী কার্গো জাহাজ কাত হয়ে ভেসে থাকার খবর পাওয়া গেছে। শনিবার (২৪ মে) এই দুর্ঘটনা ঘটে, যেখানে কিছু কনটেইনার সমুদ্রে পড়ে যায়।

ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র জানান, লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটি ভিজিনজাম থেকে কোচি হয়ে তুথুঘদিতে যাওয়ার পথে সাগর উত্তাল হওয়ায় এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে জাহাজটি কাত অবস্থায় কেরালা উপকূলের কাছে ভাসমান রয়েছে।

এ ঘটনায় উদ্ধার অভিযানে নৌবাহিনীর দোরনিয়ার বিমান এবং কোস্টগার্ডের সদস্যরা অংশ নিচ্ছেন। জাহাজের ৯ জন ক্রু লাইফ জ্যাকেট পরিধান করে নিরাপদে জাহাজ থেকে নামতে সক্ষম হয়েছে। তবে, বাকি ২২ থেকে ২৪ জন ক্রু এখনো জাহাজে রয়েছেন, যাদের উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে। ভারতের পক্ষ থেকে হেলিকপ্টার মাধ্যমে জীবন রক্ষাকারী সামগ্রী পাঠানো হয়েছে।

জাহাজটি সামুদ্রিক পেট্রল এবং লো সালফার ভিত্তিক জ্বালানি বহন করছিল এবং শনিবার রাত ১০টায় কোচি পৌঁছানোর কথা ছিল।

কেরালা রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (কেএসডিএমএ) এই দুর্ঘটনার পর বিশেষ সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, বিপজ্জনক পণ্যবাহী ৬ থেকে ৮টি কনটেইনার সমুদ্রে পড়ে গেছে। সংশ্লিষ্ট সংস্থাটি জনসাধারণকে এসব কনটেইনারের কাছাকাছি না যাওয়ার এবং দেখতে পেলে জরুরি নম্বরে জানাতে অনুরোধ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *