শপথ কেবল একটা ফরমালিটি ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন ইশরাক হোসেন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ইশরাক হোসেন তার ফেসবুক পেজে ২৩ মে, শুক্রবার একটি পোস্টে জানিয়েছেন, আসন্ন কোরবানির ঈদের আগেই বর্জ্য ব্যবস্থাপনায় পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে তিনি দ্রুত কার্যকর উদ্যোগ নেবেন। তিনি বলেন, “শপথ কেবল একটা ফরমালিটি। জনতার মেয়র হিসাবে আমার দায়িত্ব বর্তায় আগামী কোরবানির ঈদের আগে যাতে বর্জ্য ব্যবস্থাপনার পর্যাপ্ত প্রস্তুতি থাকে।” তিনি আরও জানান, উত্তরে মেয়র না আসা পর্যন্ত সেখানকার প্রশাসন ও পরিচ্ছন্ন কর্মীদের দায়িত্ব পালনে সহযোগিতা করবেন। দক্ষিণে সাবেক কাউন্সিলর ও বিগত নির্বাচনের প্রার্থীদের সমন্বয়ে একটি জোন ভিত্তিক মনিটরিং টিম গঠনের অনুমোদন দেবেন। বিকালের মধ্যে (১৬ ঘণ্টার মধ্যে) একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করার উদ্যোগ গ্রহণ করবেন। দক্ষিণ পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে তিনি নিজেও থাকবেন।

শপথ কেবল একটা ফরমালিটি ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন ইশরাক হোসেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *