বাংলাদেশিদের ফেরাতে জাতীয়তা যাচাই দ্রুত সম্পন্ন করতে বলল ভারত

ভারতে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকা সরকারকে জাতীয়তা যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২২ মে) এক সাপ্তাহিক ব্রিফিংয়ে রণধীর জানান, “আমাদের কাছে ২,৩৬০ জন ব্যক্তির তালিকা রয়েছে, যাদের বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে। তাদের বেশিরভাগই সাজা ভোগ করেছে, কিন্তু কিছুজনের জাতীয়তা যাচাই ২০২০ সাল থেকেই ঝুলে আছে।”

তিনি আরও বলেন, অবৈধভাবে ভারতে প্রবেশ করা যেকোনো বিদেশিকে ফেরত পাঠানো হবে আইন অনুযায়ী। শুধুমাত্র বাংলাদেশিই নয়, সব অবৈধ অনুপ্রবেশকারীই এই প্রক্রার আওতায় পড়বেন।

সম্প্রতি ভারতের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে বহু বিদেশিকে আটক করা হয়েছে। গত মাসে গুজরাটে প্রায় ১,০০০ ব্যক্তিকে আটক করা হয়, যাদের একটি বড় অংশ বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি, সীমান্তবর্তী অঞ্চল দিয়ে পুশ ইন প্রক্রিয়াও চলমান রয়েছে। গত ৭ থেকে ৯ মে’র মধ্যে প্রায় ৩০০ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে, যার মধ্যে রোহিঙ্গারাও রয়েছেন।

এ পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক প্রতিবাদ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *