হত্যাসহ একাধিক মামলায় মানিকগঞ্জ আদালতে সাবেক এমপি মমতাজ বেগম

হত্যা ও সহিংসতার অভিযোগে দায়েরকৃত একাধিক মামলায় সাবেক সংসদ সদস্য এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মানিকগঞ্জের আদালতে তোলা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশি পাহারায় তাকে আদালতে নিয়ে আসা হয়।

আদালত পুলিশের অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, ২০১৩ সালের একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় চারজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় মমতাজকে অভিযুক্ত করা হয়। এ বিষয়ে চলতি বছরের ২৫ অক্টোবর স্থানীয় এক ব্যক্তি নতুন করে মামলাটি করেন।

এছাড়া হরিরামপুর উপজেলায় নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় হামলা ও ভাঙচুরের অপর একটি মামলায়ও তার নাম রয়েছে। গত ২৯ অক্টোবর অপর একটি মামলার বাদী হন উপজেলা বিএনপির এক নেতা।

এইসব মামলার শুনানি বৃহস্পতিবার দুপুরের দিকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এবং আদালত-৩-এ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে রাজধানীর কয়েকটি থানায় দায়ের করা মামলায় রিমান্ডে নেওয়া হয় মমতাজ বেগমকে। রিমান্ড শেষে তাকে কাশিমপুরে স্থানান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *