শিক্ষার্থীদের নতুন শপথবাক্যে ফিরল পুরনো ভাষা, বাদ ‘বঙ্গবন্ধু’ ও ‘মুক্তিযুদ্ধ’

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রাত্যহিক শপথবাক্যে পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়। নব্বই দশক ও একুশ শতকের শুরুতে প্রচলিত ভাষা ফিরিয়ে এনে নতুনভাবে যুক্ত করা হয়েছে ‘অন্যায় ও দুর্নীতি করব না’ এবং ‘অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেব না’—এই দুটি প্রতিশ্রুতি।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, শপথবাক্য থেকে বাদ দেওয়া হয়েছে পূর্বের শাসনামলে যুক্ত হওয়া ‘মুক্তিযুদ্ধ’, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ ও ‘শহীদদের রক্ত বৃথা যেতে না দেওয়ার’ অংশগুলো। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও নৈতিকতা জাগ্রত করতে এই পরিবর্তন আনা হয়েছে।

নতুন শপথবাক্য:

“আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না। হে মহান আল্লাহ/মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ, বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন।”

এ নির্দেশনা বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), জেলা শিক্ষা অফিস এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রজ্ঞাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এর আগে ২০২১ সালের ডিসেম্বর আওয়ামী লীগ সরকারের সময়ে চালু হওয়া শপথে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও শহীদদের আত্মত্যাগের বিষয়টি গুরুত্ব পেত। তবে গণঅভ্যুত্থানের পর ২০ আগস্ট প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আগের শপথ ফেরানোর নির্দেশ দেয়। এখন থেকে জাতীয় সংগীতের পর এই নতুন শপথবাক্য পাঠ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *