বাংলাদেশি সিনেমা ‘সাবা’, যেখানে মেহজাবীন চৌধুরী প্রধান ভূমিকা করেছেন, আন্তর্জাতিক মঞ্চে ব্যাপক সাড়া ফেলছে। টরন্টো চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে বুসান, রেড সি, গোথেনবার্গ, ওসাকা এবং ডালাস চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।
সাম্প্রতিক সময়ে, যুক্তরাজ্যের ৩৩তম রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবে ‘সাবা’ প্রদর্শিত হবে। এ উৎসবে মেহজাবীন চৌধুরী সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন। পরিচালক মাকসুদ হোসাইনও ডিসকভারি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন।
মেহজাবীন বলেন, আন্তর্জাতিক প্রতিভাবান শিল্পীদের সঙ্গে নিজের নাম থাকায় তিনি গর্বিত। তিনি আরও বলেন, বাংলাদেশের গল্প বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রাসঙ্গিকতা অর্জন করেছে এবং দেশের চলচ্চিত্র শিল্প আরও বড় হওয়ার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।
‘সাবা’ চলচ্চিত্রটি প্রায় ৯০ মিনিটের এবং এতে মেহজাবীনের পাশাপাশি রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ারও অভিনয় করেছেন। তবে এখনও এটি বাংলাদেশে মুক্তি পায়নি।