অপরাধ দমনে রাজধানীর তেজগাঁও বিভাগের অধীনে ছয়টি থানা এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারীসহ মোট ৬৫ জন অপরাধীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগ।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার (১৯ মে ২০২৫ খ্রিঃ) পরিচালিত এই অভিযানে তেজগাঁও থানা থেকে ৬ জন, শেরেবাংলা নগর থানা থেকে ২ জন, মোহাম্মদপুর থানা থেকে ৪৬ জন, আদাবর থানা থেকে ৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ১ জন এবং হাতিরঝিল থানা থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, তদন্তাধীন মামলার আসামি, সাজাপ্রাপ্ত ব্যক্তি, মাদক কারবারি, পেশাদার ছিনতাইকারী, চোর, সন্ত্রাসী এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীরা।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান-এর সার্বিক দিকনির্দেশনায় এবং সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও থানার অফিসার ইনচার্জদের তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।