রাজধানীর মতিঝিল এলাকায় মাত্র ৩০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে রাকিব (১৯) নামে এক তরুণ তার বন্ধু মো. মমিনকে (২০) হত্যা করেছে। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পর মতিঝিল থানা পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে।
ঘটনার সূত্রপাত
১২ মে ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যায় রাকিব, মমিন এবং তাদের আরেক বন্ধু আলামিন মিলে মতিঝিল এলাকার এজিবি কলোনি ও আল হেলাল জোনের আম গাছ থেকে আম পেড়ে স্থানীয় কাঁচা বাজারে ৩৯০ টাকায় বিক্রি করে। এই অর্থ থেকে আলামিনকে তার ভাগ ১৩০ টাকা দিয়ে দেওয়া হয়, এবং সে ঘটনাস্থল ত্যাগ করে।
অবশিষ্ট ২৬০ টাকা থেকে রাকিব ৮০ টাকা খরচ করে ফেলে। পরে রাত ৯টার দিকে মতিঝিল পোস্টাল অফিসার্স কলোনির পাশে রাকিব মমিনকে ১০০ টাকা দেয়। কিন্তু মমিন আরও ৩০ টাকা দাবি করলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। তবে ওই দিন তারা আলাদা হয়ে যায়।
হত্যাকাণ্ডের সময়কার ঘটনা
পরদিন ১৩ মে সকাল ১০টার দিকে আবারও একই জায়গায় রাকিব ও মমিনের দেখা হয় এবং আগের টাকার বিষয় নিয়েই তাদের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাকিব মমিনকে থাপ্পড় দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মমিন একটি ইট নিয়ে আঘাত করতে গেলে, রাকিব তার হাতে থাকা আম কাটার ছুরি দিয়ে মমিনের গলায় ডান পাশে আঘাত করে।
মমিন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে রাকিব তড়িঘড়ি করে একটি রিকশা ডেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর রাকিব কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যায়।
গ্রেপ্তার ও জবানবন্দি
ঘটনার পর মতিঝিল থানা পুলিশ একটি হত্যা মামলা রুজু করে। এরপর থেকেই পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রাকিবের অবস্থান শনাক্ত করে। ২০ মে রাত ১টা ২০ মিনিটে মতিঝিল আইডিয়াল স্কুল সংলগ্ন পীর জঙ্গী মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে রাকিবকে আদালতে হাজির করলে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
সূত্র: মতিঝিল থানা পুলিশ