হিউম্যান ট্রাফিকিং ও ট্রান্সন্যাশনাল অপরাধ প্রতিরোধে সহযোগিতা ও অংশীদারিত্ব জোরদারের লক্ষ্যে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই (Mrs. Marie MASDUPUY) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মাসুদ করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (২০ মে ২০২৫) ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে মানবপাচার ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়। এছাড়াও আন্তর্জাতিক অপরাধ মোকাবিলায় গৃহীত বিভিন্ন পদক্ষেপের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন উভয় পক্ষ।