কমলনগরে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা ও ব্যবসায়ী নিহত

লক্ষ্মীপুরের কমলনগরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় এক নেতা ও একজন স্থানীয় ব্যবসায়ী। সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলে ঘটে এই দুর্ঘটনা। এতে ঘটনাস্থল ও হাসপাতালে মারা যান দুই যাত্রী, আহত হন আরও দুইজন।

দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (২০ মে) ভোরে, উপজেলার করইতলা বাজার এলাকায়।

নিহতদের একজন হলেন রফিকুল ইসলাম রফিক (৩৮), যিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ছিলেন এবং কমলনগর উপজেলার চরফলকন গ্রামের বাসিন্দা। অপর নিহত ব্যক্তি ওসমান গণি (৫০), পেশায় মুরগির ব্যবসায়ী এবং কাদিরপন্ডিতের হাট এলাকার হাজী নোয়াব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বাড়ি ফেরার পথে রফিক ঝুমুর এলাকায় বাস থেকে নেমে অটোরিকশাযোগে কমলনগরের দিকে রওনা হন। একই অটোরিকশায় ছিলেন ব্যবসায়ী ওসমান গণিসহ আরও যাত্রীরা। পথে করইতলা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

প্রাণ হারান দুইজন, আহত দুই

দুর্ঘটনার পর রফিকসহ ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর রফিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যদিকে, গুরুতর আহত ওসমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
আহতদের মধ্যে আছেন –

  • রিজভি, চরফলকন গ্রামের ওমর ফারুকের ছেলে
  • আকাশ, নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আনোয়ার হোসেনের ছেলে

কী বলছেন স্বজন ও স্থানীয় নেতারা?

ওসমান গণির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার মামাতো ভাই মোস্তাফিজুর রহমান টিপু। তিনি জানান, ওসমান কিছুদিন আগে হার্নিয়ার অপারেশন করিয়েছেন ঢাকায়। দুর্ভাগ্যবশত, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হলো।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবীর স্বপন বলেন, “রফিক একজন দক্ষ সংগঠক ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত। আমি হাসপাতালে গিয়ে তার পরিবারের পাশে থাকার চেষ্টা করেছি।”

চিকিৎসকদের বক্তব্য

সদর হাসপাতালের আরএমও ডা. অরুপ পাল জানান, “রফিক নামের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। দুর্ঘটনার আগেই তিনি মারা যান।”

পুলিশের অবস্থান

কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, “গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা খায়। ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত সিএনজি জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারকে জানানো হয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *