ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল সংখ্যক মোবাইল ফোনের চালান নামানো হচ্ছিল ঢাকার ব্যস্ত শাহবাগ এলাকায়। কিন্তু সবার অজান্তে ওই এলাকাতেই ওঁৎ পেতে ছিল গোয়েন্দা পুলিশ। শেষমেশ চোরাচালানকারী চক্রের এক তরুণ সদস্য ধরা পড়ে গেল প্রমাণসহ!
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)-সাইবার বিভাগের একটি টিম সোমবার (১৯ মে) দুপুরে শাহবাগ থানার অন্তর্গত পরিবাগ এলাকার মোতালেব টাওয়ার সংলগ্ন সড়কে অভিযান চালায়। সেখানে একটি প্রাইভেটকার থেকে মোবাইল আনলোড করার সময় হাতেনাতে ধরা হয় ২০ বছর বয়সী নাফিস আহমেদকে। তার কাছ থেকে উদ্ধার হয় ৩৪৭টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন এবং চোরাচালানের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি।
ডিবির সাইবার টিমের কাছে আগে থেকেই তথ্য ছিল—ভারত থেকে অবৈধপথে আসা মোবাইল ফোনের একটি চালান শাহবাগ এলাকায় নামানো হবে। সেই সূত্র ধরেই গোপনে অবস্থান নেয় গোয়েন্দা সদস্যরা। ফোন আনলোডের সময় তারা চক্রটির উপর চড়াও হয়। তবে অভিযানের সময় আরও কয়েকজন সদস্য পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
ডিবির এক কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধার হওয়া ফোনগুলোর বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা, যা মূলত সীমান্তপথে চোরাইভাবে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে। গ্রেপ্তার নাফিস প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে চোরাচালান কাজে জড়িত। তার সঙ্গে আরও কয়েকজন পলাতক চক্রের সদস্য রয়েছে, যাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার বিষয়ে শাহবাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। নাফিসকে আদালতে পাঠানো হয়েছে।