রাজধানীর ভাটারা থানায় দায়ের করা এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিন পেয়েছেন। মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জানান, পুলিশের প্রতিবেদন জমা দেওয়ার পর জামিন শুনানিতে আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের ভিত্তিতে আদালত জামিন মঞ্জুর করেন।
এর আগে সোমবার আদালত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক বিল্লাল ভূঁইয়া তাকে আটক রাখার আবেদন করেন এবং পরদিন শুনানির জন্য আদালতে তোলেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।
রোববার (১৮ মে) ফারিয়া যখন থাইল্যান্ড যাওয়ার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে উঠছিলেন, তখন ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয় এবং পরবর্তীতে গ্রেপ্তার দেখায়।
২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা এলাকায় একটি হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী ফারিয়াসহ শোবিজ জগতের আরও ১৬ জনকে আসামি করা হয়। মামলাটি দায়ের করেন এনামুল হক। অভিযোগে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের ২৮৩ জন সদস্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসামিরা তাদের ক্ষতির চেষ্টা করেছেন এবং আওয়ামী লীগের অর্থযোগানদাতার ভূমিকা পালন করেছেন।