প্রায় ১১ সপ্তাহ পর অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রবেশ করতে যাচ্ছে ৫০টি ত্রাণবাহী ট্রাক। সোমবার (১৯ মে) আন্তর্জাতিক সংস্থাগুলোর বরাতে এমন তথ্য জানা গেছে।
এই ত্রাণ ট্রাকগুলোতে রয়েছে আটা, শাকসবজি, রান্নার তেল ও টিনজাত খাবার। আশা করা হচ্ছে, এসব খাদ্যসামগ্রী পেয়ে কিছু বেকারি পুনরায় চালু হতে পারবে। তবে হিমায়িত খাদ্য, বিশেষ করে মাংসজাত দ্রব্য, প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে।
এই ত্রাণগুলো কেবল গাজার দক্ষিণাঞ্চলে, বিশেষ করে রাফাহ ও আল-মাওয়াসি এলাকায় প্রবেশ করবে। বিশেষজ্ঞদের মতে, ত্রাণ সরবরাহ সীমিত অঞ্চলে কেন্দ্রীভূত রাখায় ইসরায়েলের বাস্তুচ্যুতি পরিকল্পনা বাস্তবায়ন সহজ হতে পারে।
এর আগে প্রায় ৮০ দিন ধরে চলা কঠোর অবরোধের কারণে গাজা চরম মানবিক সংকটে পড়েছে। খাদ্য, পানি ও ওষুধের চরম ঘাটতির কারণে জীবনধারণ হয়ে পড়েছে কঠিন।
স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, গাজায় যুদ্ধবিরতি ও অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। তারা আহ্বান জানাচ্ছে, গাজাবাসীদের পাশে থাকার ও মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি অব্যাহত রাখতে হবে।