রোববার (১৮ মে) রাতে আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানায়, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
সংস্থাটির মতে, ১৮ মে রাত ১২টা থেকে শুরু করে পরবর্তী তিন দিন পঞ্চগড়, নীলফামারী, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, শেরপুর, ময়মনসিংহের উত্তরাংশ, সুনামগঞ্জ, সিলেট, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, জয়পুরহাট, নেত্রকোনা ও জামালপুর জেলাসহ আশপাশের এলাকায় প্রচুর বৃষ্টিপাত ও বজ্রপাত হতে পারে।
এ ছাড়া দেশের আরও অনেক স্থানে কালবৈশাখী ঝড়সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।