ঈদে আসছে ‘তাণ্ডব’: রহস্যে ভরা টিজারে শাকিব-জয়ার নতুন রূপ

আসন্ন ঈদে বড় পর্দায় তাণ্ডব তুলতে চলেছে ‘তাণ্ডব’। রায়হান রাফীর পরিচালনায় এবং সুপারস্টার শাকিব খানের অভিনয়ে নির্মিত এই সিনেমার নতুন টিজার ইতিমধ্যেই দর্শকমহলে সাড়া ফেলেছে।

রবিবার (১৮ মে) দুপুরে প্রকাশ পাওয়া ১ মিনিট ৪১ সেকেন্ডের ‘ফোরকাস্ট’ নামের এই টিজারে দেখা যায় নতুন ঢংয়ের অ্যাকশন, থ্রিল এবং শাকিব খানের একেবারে নতুন রূপ। রহস্যের মোড়কে আবৃত এই ভিডিওতে উঠে এসেছে মুখোশ পরা চরিত্রগুলো, যা নিয়ে এখনই নানা আলোচনা চলছে।

টিজারে উপস্থিতি জানান দিয়েছেন অভিনেত্রী জয়া আহসানও। চমকপ্রদ ভঙ্গিমায়, অস্ত্র হাতে এবং রহস্যময় অভিব্যক্তিতে জয়া যেন নতুন এক চরিত্রের আভাস দিয়েছেন। তবে তার চরিত্রের বিশদ এখনই প্রকাশ করা হয়নি।

টিজারের বড় অংশ জুড়ে রয়েছে একটি বিশেষ মুখোশ—যা মাঙ্কি মাস্ক নামেই পরিচিত। এই মাস্ক শাকিবসহ একাধিক চরিত্রের মুখে দেখা গেছে। এই মুখোশের পেছনের রহস্য জানতে হলে অপেক্ষা করতে হবে সিনেমার মুক্তি পর্যন্ত।

পরিচালক রায়হান রাফী জানান, “আমরা এটিকে টিজার না বলে ‘ফোরকাস্ট’ বলছি—যেমনটা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় তাণ্ডব আসছে! সিনেমাটির ভাবনা ও পরিবেশনাতেও সেই চমক থাকবে।”

গত দুই ঈদে রাফীর সিনেমা ব্যাপক সাড়া ফেলেছে। এবারও তিনি সেই ধারাবাহিকতা বজায় রাখতে আশাবাদী। “চেষ্টা করেছি এমন কিছু বানাতে, যা এর আগে দেশের সিনেমায় দেখা যায়নি,” বলেন তিনি।

সিনেমাটির প্রযোজনায় রয়েছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড, সহ-প্রযোজক হিসেবে আছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি, এবং সহায়তায় দীপ্ত।

এসভিএফ আলফা আই-এর এমডি শাহরিয়ার শাকিল বলেন, “এই টিজার দর্শকদের আগ্রহ বাড়াবে বলে আমাদের বিশ্বাস। তবে চূড়ান্ত সন্তুষ্টি হবে তখনই, যখন দর্শক সিনেমাটি উপভোগ করবেন।”

সিনেমাটির পূর্ণাঙ্গ কাস্ট লিস্ট এবং আরও প্রচারণামূলক কনটেন্ট ধাপে ধাপে প্রকাশ করা হবে বলেও নিশ্চিত করেছেন নির্মাতারা। ‘তাণ্ডব’ নিয়ে সিনেমাপ্রেমীদের কৌতূহল যেমন বাড়ছে, তেমনি ঈদের বড় আকর্ষণ হয়ে উঠছে এই সিনেমাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *