ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের জেরে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আজ রোববার (১৭ মে) এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে ইসরায়েলি সম্প্রচারমাধ্যম ।
এই বিমানবন্দরটি ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম আন্তর্জাতিক টার্মিনাল। ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বাজানো হয়।
ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। একই সঙ্গে আরও একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা ব্যর্থ করা হয়েছে বলে জানানো হয়।
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যাচ্ছে। তাদের দাবি, তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এসব হামলা চালাচ্ছে।
এর আগেও হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরের কাছাকাছি বিস্ফোরিত হয়, যার ফলে বিমানবন্দরের একটি সড়ক ও একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং কয়েক ঘণ্টার জন্য উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়।
এছাড়া, লোহিত সাগরে ইসরায়েল ও পশ্চিমা মিত্রদের পণ্যবাহী জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইয়েমেনে পাল্টা হামলা চালায়। যদিও সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক যুদ্ধবিরতিতে হুতিরা রাজি হয়েছে বলে জানা গেছে।