দেশের পাঁচটি অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (১৭ মে) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ পূর্বাভাস দেন।
তিনি জানান, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিমি গতিতে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে।
এছাড়া সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। খুলনা বিভাগের কিছু অংশ ও বান্দরবান জেলায় বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহও প্রশমিত হতে পারে।