ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১১ জন বাংলাদেশিকে কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়াই জোরপূর্বক বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা ও কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ডানাকাটা সীমান্ত দিয়ে এ পুশইন করা হয়।
৫৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াদ মোর্শেদ জানান, বিএসএফের পুশইনের পর বিজিবি ওই ১১ জনকে আটক করে থানায় হস্তান্তর করে।
আটকদের মধ্যে রয়েছেন দেশের বিভিন্ন জেলার বাসিন্দা — সাতক্ষীরা, যশোর, খুলনা, নড়াইল, ফরিদপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ ও নোয়াখালী থেকে আসা নারী-পুরুষ ও একজন শিশু।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। ২ মে মুম্বাই পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং ১৭ মে পর্যন্ত পুলিশ হেফাজতে রাখে। পরে শিলিগুড়ি বিমানবন্দরে নেওয়ার পর এদের মধ্যে ১১ জনকে সীমান্তে এনে জোরপূর্বক বাংলাদেশে পাঠানো হয়।
বোদা থানার ওসি আজিম উদ্দীন জানান, বিজিবি মামলা করলে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হবে।