ব্রাজিলের কিংবদন্তি সেন্ট্রাল ডিফেন্ডার ও বিশ্বকাপজয়ী ফুটবলার লুসিও ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছেন। ১৫ মে তারিখে ব্রাসিলিয়ায় নিজ বাড়িতে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন।
ইতালিয়ান সংবাদমাধ্যম লা গেজেত্তা দেল্লো স্পোর্টস জানিয়েছে, অগ্নিদুর্ঘটনায় লুসিওর শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। চিকিৎসকরা তাকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন। তবে আশার কথা, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে, লুসিওর জ্ঞান রয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল।
তবে কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটেছে, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তদন্ত চলছে।
২০০০ সালে ব্রাজিল জাতীয় দলের হয়ে অভিষেক হয় লুসিওর। ২০০২ সালে বিশ্বকাপ জয়ের পাশাপাশি তিনি দুটি কনফেডারেশন কাপও জিতেছেন। ক্লাব ক্যারিয়ারে তিনি খেলেছেন বায়ার লেভারকুসেন, বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলানের মতো বিখ্যাত ক্লাবগুলোতে। ২০০৯ সালে হোসে মরিনহোর অধীনে ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন্স লিগ জেতান তিনি।
২০২০ সালে ব্রাসিলিয়েন্স ক্লাবের হয়ে ২৩ বছরের দীর্ঘ পেশাদার ফুটবল ক্যারিয়ার শেষ করেন লুসিও। অবসর গ্রহণের পর তিনি ব্রাসিলিয়ায় স্ত্রী ও তিন সন্তানসহ বসবাস করছেন।