সিলেটে অনুষ্ঠিত চার দিনের ম্যাচে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রায় নিশ্চিত জয় হাতছাড়া করেছে বাংলাদেশ ‘এ’ দল। ২৪৬ রানের লক্ষ্য ছিল খুব একটা দূরের কিছু নয়। কিন্তু ব্যাটারদের মনোভাব যেন ছিল ধৈর্যের পরীক্ষা দেওয়ার — জয়ের দিকে ঝুঁকে না পড়ে তারা সময় কাটাতে চেয়েছেন।
এই মন্থর ব্যাটিং-ভাবনাই শেষে চরম মূল্য দিতে হয় টাইগারদের। শেষ সেশনে হঠাৎ করেই স্পিনার আদিত্য অশোকের এক জাদুকরী ওভারে একে একে তিন উইকেট হারিয়ে যায় বাংলাদেশ। সেই ধাক্কা সামলাতে না পেরে ৭০ রানে ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয়।
এর আগে চতুর্থ দিনের শুরুটা দারুণভাবে নিজেদের করে নেয় বাংলাদেশের বোলাররা। নিউজিল্যান্ড ‘এ’ দল ৫ উইকেটে ২১৬ রান নিয়ে দিন শুরু করে। তবে তাদের ইনিংস থামে ২৫৭ রানে। নাঈম হাসান শুরুর দিকেই শতরান করা নিক কেলিকে ফিরিয়ে দেন। এরপর বাকি উইকেটগুলো দ্রুত পড়ে যায়। হাসান মুরাদ ৫ উইকেট নেন, নাঈম হাসান পান ৪ উইকেট।
লক্ষ্য দাঁড়ায় ২৪৬ রান। তবে ইনিংসের শুরু থেকেই নড়বড়ে ছিল বাংলাদেশের ব্যাটিং। ওপেনার এনামুল হক বিজয় করেন মাত্র ১৬ রান। মাহমুদুল হাসান জয় ও অমিত হাসান দ্রুত ফিরে গেলে চাপে পড়ে যায় দল।
এরপর কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন জাকির হাসান ও মাহিদুল ইসলাম অঙ্কন। জাকির ৫০ রানের ইনিংস খেললেও, সেটাই ছিল বড় সংগ্রহের শেষ চিহ্ন। এরপর দায়িত্ব নিতে আসেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান, যিনি ২৭ রান করে আউট হন। নাঈম মাত্র ৬ রান করেই ফিরে যান।
অঙ্কন একদিকে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু দলের অন্য ব্যাটারদের পক্ষ থেকে কোনো সঙ্গ না পাওয়ায় তিনি হয়ে পড়েন একা। শেষ দিকে এক ওভারে তিন উইকেট হারানোর পর বাংলাদেশের হারের রাস্তা নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত অঙ্কনের অপরাজিত ৫৭ রানের ইনিংসও বাঁচাতে পারেনি দলকে।
পুরো ইনিংসে ৯ উইকেট শিকার করেছেন কিউই দুই স্পিনার। তবে ম্যাচের নায়ক নিঃসন্দেহে আদিত্য অশোক, যার শেষ স্পেলেই ছিটকে যায় বাংলাদেশের জয়ের স্বপ্ন।