শামিম রেজা , খুলনা জেলা প্রতিনিধি ।

‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র লক্ষ্যকে সামনে রেখে খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে বিএনপির আয়োজিত ‘তারুণ্যের মহাসমাবেশ’-এ যোগ দিতে দেশের দক্ষিণাঞ্চল থেকে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন।
শনিবার (১৭ মে) সকাল থেকেই ভোলা জেলার চরফ্যাশন, লালমোহন, তজুমদ্দিন ও দৌলতখানসহ বিভিন্ন উপজেলা থেকে প্রায় আড়াই হাজার তরুণ সমর্থক খুলনায় পৌঁছেছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে তাদের আগমন ঘটে।
চরফ্যাশনের চরমানিকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. হাবিবুর রহমান জানান, শুক্রবার দুপুরে যাত্রা শুরু করে গভীর রাতে খুলনায় পৌঁছান তারা। তরুণরা মঞ্চ ঘিরে স্লোগান, ছবি ও উচ্ছ্বাসে মুখর পরিবেশ সৃষ্টি করেন।
যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত এই সমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে দেখা হচ্ছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির প্রমুখ।
সমাবেশ ঘিরে খুলনায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।