ভারতের পুশ-ইন ইস্যুতে কড়া বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার

ভারতের পক্ষ থেকে বাংলাদেশে অবৈধভাবে কাউকে পাঠানো হলে, তাদের যথাযথ প্রক্রিয়ায় ফেরত পাঠাতে প্রস্তুত বাংলাদেশ। তবে এ ক্ষেত্রে সরকারের অবস্থান খুবই স্পষ্ট ও কঠোর—যদি কেউ প্রকৃত বাংলাদেশি হয়, তাহলে তাকে ফিরিয়ে নেওয়া হবে; কিন্তু ভারতীয় কিংবা রোহিঙ্গা হলে তাদের ফিরিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১৭ মে) সাতক্ষীরার শ্যামনগরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভাসমান বর্ডার আউটপোস্ট উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এ মন্তব্য করেন।

তিনি বলেন, সীমান্তের বিভিন্ন অঞ্চলে ভারত পুশ-ইনের মাধ্যমে যেসব লোক পাঠাচ্ছে, তাদের মধ্যে রোহিঙ্গা এবং এমনকি ইউএনএইচসিআরের কার্ডধারী ব্যক্তিরাও রয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে।

তিনি আরও বলেন, “যদি প্রমাণ পাওয়া যায় যে, ভারতে বাংলাদেশি কেউ অবৈধভাবে রয়েছে, তাহলে তাদের দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা থাকবে। কিন্তু ভারতের পুশ-ইন নীতিকে আমরা সমর্থন করি না। সবাই সচেতন ও সতর্ক থাকলে ভারত এমন কাজ করতে পারবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *