সারা দেশে কয়েকদিন ধরে চলা তাপপ্রবাহের মধ্যে বৃষ্টি হলেও তা উত্তাপ কমাতে পারছে না। আজ শুক্রবার দুপুর ১টার মধ্যে দেশের ৯টি জেলায় দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকাল ৯টা ৫০ মিনিটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, জামালপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, নরসিংদী ও সিলেট জেলার কিছু স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা ঝোড়ো হাওয়ার মতো আচরণ করতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এসব এলাকায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এ কারণে সতর্কতা জারি করে বলা হয়েছে—বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার জন্য।
বজ্রপাত সংক্রান্ত সতর্কবার্তায় বলা হয়েছে, বজ্রপাতের একাধিক শব্দ শোনা গেলে সর্বশেষ শব্দের পর অন্তত ৩০ মিনিট ঘরের ভেতরেই অবস্থান করা উচিত।
গত এপ্রিল ও চলতি মে মাসে দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। এ কারণেই সম্প্রতি নিয়মিতভাবে বজ্রপাত সতর্কতা দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর।