পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে ‘সচেতন নাগরিক সমাজ’ এর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার শহরে আয়োজিত এই কর্মসূচির সভাপতিত্ব করেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম. ফজলুর রহমান।
মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরিক কমিটির মোস্তাক আহমেদ কিরণ, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান, সাহিত্য-সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক এস. আলমগীর, সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, বিএনপি নেতা আমিনুল ইসলাম স্বপন, এবং অন্যন্যা নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সমন্বয় করেন সাংবাদিক ওহেদুজ্জামান টিপু।
প্রসঙ্গত, রূপপুর প্রকল্পের পরিচালকের অপসারণ দাবিতে সম্প্রতি কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন শুরু করেন। তারা শহরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন। এর পরিপ্রেক্ষিতে প্রথমে ১৮ জন এবং পরে ৮ জনকে সাময়িক বরখাস্ত করা হয়। নিরাপত্তার কারণে ২৬ কর্মকর্তা-কর্মচারীকে প্রকল্প এলাকায় প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বরখাস্তকৃতরা দাবি করেন, তারা দক্ষতার সঙ্গে কাজ করলেও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের অন্যায় ও অবিচারের প্রতিবাদ করায় অবৈধভাবে বরখাস্ত করা হয়েছে।
এ বিষয়ে এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহেদুল হাছান জানান, যথাযথ তদন্ত ও প্রক্রিয়া অনুসরণ করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।