২১ মে থেকে পুনরায় ফ্লাইট চালু করছে নভোএয়ার, টিকিটে ১৫% ছাড়

আগামী বুধবার (২১ মে) থেকে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা আবার শুরু করছে নভোএয়ার। প্রতিষ্ঠানটি টিকিটের মূল্যে ১৫% ছাড়ের ঘোষণাও দিয়েছে।

গত ২ মে থেকে সাময়িকভাবে ফ্লাইট পরিচালনা বন্ধ ছিল নভোএয়ারের। এ সময় প্রতিষ্ঠানটি বিক্রি হয়ে যাচ্ছে কি না, তা নিয়ে নানা আলোচনা হয়। নভোএয়ার ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সূত্র জানায়, উড়োজাহাজ ও অন্যান্য সম্পদ বিক্রির উদ্যোগ নিয়েছে নভোএয়ার। সম্ভাব্য বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান উড়োজাহাজগুলো নিরীক্ষা করতে চায় বলেও জানা যায়।

তবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, এটি ছিল তাদের ব্যবসায়িক পরিকল্পনার অংশ। সেই কারণে সাময়িকভাবে ফ্লাইট বন্ধ ছিল। তবে আগামী বুধবার থেকে তারা পুনরায় অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু করছেন।

নভোএয়ার জানিয়েছে, আজ থেকেই যাত্রীরা তাদের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, সেলস অফিস বা নিকটস্থ ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কিনতে পারবেন।

২০১৩ সালের ৯ জানুয়ারি বাণিজ্যিক উড্ডয়ন শুরু করে নভোএয়ার। মালিকানার সঙ্গে যুক্ত রয়েছেন তুসুকা গ্রুপের কর্ণধার ও বিজিএমইএর সাবেক সহসভাপতি আরশাদ জামাল, সাবেক সংসদ সদস্য ফায়জুর রহমান, ফায়েজ খান এবং মফিজুর রহমান। তুসুকা গ্রুপের ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবেই নভোএয়ার চালু হয়। তবে এক যুগ পূর্ণ হওয়ার আগেই ব্যবসায়িক সংকটে পড়ে প্রতিষ্ঠানটি।

নভোএয়ার বর্তমানে অভ্যন্তরীণ ছয়টি রুটে ফ্লাইট পরিচালনা করে: ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কক্সবাজার, ঢাকা-যশোর, ঢাকা-সিলেট, ঢাকা-রাজশাহী ও ঢাকা-সৈয়দপুর। একাধিক ফ্লাইট প্রতিদিন এসব গন্তব্যে পরিচালনা করে তারা। আন্তর্জাতিক রুটে ঢাকা-কলকাতা ফ্লাইট থাকলেও সেটি বর্তমানে স্থগিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *