খুলনায় চাঁদা না পেয়ে প্রধান শিক্ষককে গুলি

খুলনায় চাঁদা না পেয়ে প্রধান শিক্ষককে গুলি,

খুলনার আড়ংঘাটা থানার তেলিগাতী এলাকায় চাঁদা না দেওয়ায় এক প্রধান শিক্ষককে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তেলিগাতী সরদারপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শিক্ষক দিলীপ কুমার সরকার (৫৫) তেলিগাতী হাইস্কুলের প্রধান শিক্ষক। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের পাশাপাশি সম্প্রতি কিছু সন্ত্রাসী তার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার পথে বাড়ির কাছাকাছি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে করে আসা দুইজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার বাঁ পায়ের হাঁটুর ওপরে লাগে।
গুলির শব্দে স্থানীয়রা ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রবীর মিত্র জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধ এবং চাঁদা দাবিকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *