নার্সিং শিক্ষার্থীদের ডিপ্লোমা কোর্সকে ডিগ্রির সমমানে উন্নীত করার দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। বুধবার (১৪ মে) দুপুর থেকে শুরু হওয়া এই কর্মসূচি প্রায় সাড়ে ছয় ঘণ্টা স্থায়ী হয়। রাত ৮টার পর পুলিশ তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
দীর্ঘ সময় শাহবাগ অবরোধে রোগী, সাধারণ মানুষ ও অফিসফেরত যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। একাধিকবার অনুরোধের পরও শিক্ষার্থীরা সড়ক না ছাড়ায় রাত সোয়া ৮টার দিকে পুলিশ ঘেরাও করে কৌশলে সরিয়ে দেয়। পুলিশের দাবি, কোনো ‘অ্যাকশন’ ছাড়া তাদের সরানো হয়েছে।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, দেশে নার্সিং পেশায় ডিপ্লোমাধারীদের অবদান গুরুত্বপূর্ণ হলেও তারা পেশাগতভাবে অবহেলিত। চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেও ডিগ্রিধারীদের সমমর্যাদা পান না, ফলে চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হন। বারবার অভিযোগ জানিয়েও কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।