
সুপ্রিয় বিশুদ্ধ পানির তব্র সংকটে নাকাল খুলনাবাসীর জনজীবন। তৃব্র রদের মাঝে যখন একঢক পানির পিপাসা জাগে তখন পারি দিতে হয় কয়েক কিলো পথ।কিংবা তৃব্র বৃষ্টিতে যখন পানির প্রয়োজন হয় তখনো বৃষ্টি উপেক্ষা করই সুপ্রিম পানির খোজে পারি দিতে হয়ে কয়েক কিলো পথ। এভাবেই দিনের পর দিন সুপ্রিয় পানির পিপাসা মিটিয়ে আসছে খুলনা বাসী।
২০২১ সালে ওয়াসা খুলনা নগরীর বিভিন্ন পয়েন্টে এমন নলকূপ বসিয়েছিলো আর যেগুলো খুলনাবাসির জন্য সোনার হরিন হয়ে দারিয়েছে।খুলনার খালিশপুর, বৈকালি,মুজগুন্নি,বাগমারা,বানিয়াকামার সহ বিভিন্ন পয়েন্টে এসব নলকূপ বসিয়ে পানির সংকট দূর করছেন ওয়াসা।তবে এসব পয়েন্ট থেকে পানি সংগ্রহ করতে পচন্ড রোদ, ও বৃষ্টি উপেক্ষা করতে হয় সাধারণ মানুষের। বঙ্গবসাগরের নিকটবর্তী আর রুপসা,ভৈরবের কলঘেসে গড়ে ওঠা খুলনা নগরির ভূগর্ভস্থ পানিতে তৃব্র লবনাক্ত থাকায় সরাসরি কল বসিয়ে কেউ এসব পানি পান করতে পারে না। এসব নলকূপের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি নলকূপের উপরে টিনসেডের ব্যাবস্থা করতে আহবান খুলনা বাসিন্দাদের।