কূটনৈতিক প্রতিবেদক ঢাকা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ যদি অন্য কোনো দেশের সহযোগিতায় কোনো কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেয়, তবে তা সম্পূর্ণভাবে নিজের জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়েই নেবে। এ বিষয়ে অন্য দেশ কী ভাবছে বা কী মনে করছে, তা বাংলাদেশের সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না। ড্রোন নির্মাণের জন্য কারখানা স্থাপনে চীনের সঙ্গে চুক্তি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, তিনি সংবাদপত্রে এ ধরনের উদ্যোগের কথা দেখেছেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, যদি কোনো কারখানা বা শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়, সেটি বাংলাদেশের নিজস্ব প্রয়োজন ও স্বার্থের ভিত্তিতেই হবে। তিনি আরও বলেন, ভারত বা পাকিস্তানে কী হচ্ছে, সে বিষয়ে বাংলাদেশের মতামত যেমন গুরুত্ব পায় না, তেমনি বাংলাদেশ কী সিদ্ধান্ত নিল, তা নিয়েও অন্য দেশের ভাবনার কোনো গুরুত্ব নেই। বাংলাদেশ যদি অন্য কোনো দেশের সহযোগিতায় কোনো শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করে, সেটি স্বাধীন ও সার্বভৌম সিদ্ধান্ত হিসেবেই নেওয়া হবে।