বিক্ষোভ মিছিলে বক্তব্য দিতে গিয়ে কুষ্টিয়া জেলা জামায়াতের আমিরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া

কুষ্টিয়া জেলা জামায়াতের আমির মাওলানা আবুল হাশেমছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জেলা জামায়াতের আমির মাওলানা আবুল হাশেম। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজ সোমবার বিকেল চারটার দিকে শহরের এনএস রোডে এ ঘটনা ঘটে। আবুল হাশেম কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মিরপুর উপজেলার পোড়াদহ ডিগ্রি কলেজের শিক্ষক হিসেবেও কর্মরত ছিলেন। জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমির আর নেই।” দলীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার ফেসবুকে এক পোস্টে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের প্রার্থী আমির হামজা অভিযোগ করেন, তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে পৌরসভা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমির আবুল হাশেম। মিছিলটি শহরের প্রধান সড়ক এনএস রোড প্রদক্ষিণ করে একতারা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ তিনি থমকে যান এবং একপর্যায়ে ঢলে পড়েন। এ সময় পাশে থাকা নেতা-কর্মীরা তাঁকে ধরে ফেলেন। ঘটনার সময় ফেসবুকে সমাবেশটির লাইভ সম্প্রচার চলছিল। পরে তাঁকে অটোরিকশায় করে দ্রুত নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আবুল হাশেমের আকস্মিক মৃত্যুতে দলীয় নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সঙ্গে সঙ্গে বিক্ষোভ সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়। জেলা জামায়াতের ফেসবুক পেজে জানানো হয়েছে, আগামীকাল মঙ্গলবার সকালে শহরের চাঁদাগাড়া মাঠে প্রথম জানাজা এবং পরে মিরপুর উপজেলা ফুটবল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *