ছাত্রলীগ নেতা শাহিন শেখ বিমানবন্দর থেকে আটক

গ্রেপ্তার শাহিন। ছবি : সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. শাহিন শেখকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দেশ ছাড়ার চেষ্টাকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে শাহিন শেখকে আটক করা হয়। পরবর্তীতে একটি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার শাহিন শেখ রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা এবং মৃত লোকমান শেখের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। জানা যায়, ২০২২ সালের অক্টোবর মাসে মো. শাহিন শেখ রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার বিরুদ্ধে ‘চব্বিশের জুলাই আন্দোলন’কে কেন্দ্র করে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল আরও জানান, গ্রেপ্তারের পর শাহিন শেখকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *