দেশী বার্তা প্রতিনিধি | সিরাজগঞ্জ-বেলকুচি

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ইয়াহিয়া নামের এক আওয়ামী লীগ নেতার বসতবাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার দৌলতপুর (পেস্তক) দক্ষিণপাড়ায় ইয়াহিয়ার নিজ বাড়িতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ইয়াহিয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেলকুচি উপজেলার ৪ নম্বর দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আওয়ামী লীগ নেতা ইয়াহিয়া জানান, তাকে হত্যার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা তার বসতবাড়িতে আগুন দেয়। রাজনৈতিক কারণে তিনি বাড়িতে না থাকলেও তার স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যরা তখন বাড়িতেই ছিলেন। আগুন লাগার পর প্রাণে বাঁচতে পরিবারের সবাই দ্রুত ঘর থেকে বেরিয়ে যান। তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে তার ঘরবাড়ি ও আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. ফরিদ বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।